তাসকিনের আগুন বোলিংয়ের পরও হারলো বুলাওয়ে ব্রেভস

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশী পেসার তাসকিন আহমেদের আগুন বোলিংয়ের পরও জিম আফ্রো টি-টেন লিগে হারলো বুলাওয়ে ব্রেভস। ২৭ জুলাই রাতে নিজেদের অষ্টম ম্যাচে ডারবান কালান্দার্সের কাছে ৭ রানে হেরেছে ব্রেভস। ম্যাচে ২০ রানে ৩ উইকেট নেন তাসকিন।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে বোলিং করতে নামে তাসকিনের ব্রেভস। বল হাতে ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন তাসকিন। তৃতীয় বলে নিউজিল্যান্ডের টিম সেইফার্টকে খালি হাতে এবং শেষ ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারকে ৬ রানে বিদায় করেন তাসকিন।

এরপর নিজের দ্বিতীয় ও শেষ ওভারের দ্বিতীয় বলে আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইকে ৫ রানে শিকার করেন তাসকিন।

তাসকিন তোপে ১৪ রানে ৪ উইকেট হারানোর পরও লড়াকু সংগ্রহ পায় ডারবান। পাকিস্তানের আসিফ আলির ৩২ ও দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডের অপরাজিত ২৮ রানের সুবাদে ১০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে ডারবান। ২ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন তাসকিন।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ব্রেভস। অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টারের ২১ বলে সর্বোচ্চ ৪০ রানের পরও শেষ অবধি হার এড়াতে পারেনি তারা। ১০ ওভারে ৭ উইকেটে ৯৬ রান করে ম্যাচ হারে তাসকিনের ব্রেভস। ৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ডারবানের জিম্বাবুয়ের পেসার তেন্ডাই চাতারা।

এখন পর্যন্ত এবারের আসরে ৭ ম্যাচে ১১০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন তাসকিন। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন তিনি।

sarkar furniture Ad
Green House Ad