শেরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ মিছিল বের করা হয়। ছবি:বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: বিএনপির সারা দেশে অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমানের নেতৃত্বে শহরের নিউমার্কেট এলাকার ছানুর রাজনৈতিক কার্যালয় সম্মুখ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানু ও সাবেক সাংগঠনিক সম্পাদক রুমান।

এসময় জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আইনজীবী মোসাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম-আহ্বায়ক আইনজীবী সুব্রত দে ভানু, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাছান, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, আসাদুজ্জামান লেবু, যুবলীগ নেতা আব্দুল মতিন, আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad