নালিতাবাড়ীতে হুইস্কি-বিয়ারসহ যুবক আটক

আটক আসাদুজ্জামান আপেল। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪। ৯ জুন ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার ফছির উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ জানায়, ৯ জুন ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২৪ বোতল হুইস্কি এবং ৪৪ ক্যান বিয়ারসহ আসাদুজ্জামান আপেলকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানা জানান, আটক আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad