ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব চৌধুরীকে সেনাবাহিনীর মরণোত্তর সালাম

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব চৌধুরীর দাফন শেষে সেনাবাহিনীর মরণোত্তর সালাম প্রদান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা (অব.) সার্জেন্ট আব্দুল ওয়াহাব চৌধুরীকে সেনাবাহিনী কর্তৃক মরণোত্তর সালাম প্রদান করা হয়েছে।

৮ জুন সন্ধ্যায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের গার্ড অব অর্নার প্রদান শেষে জানাযা নামায অনুষ্ঠিত হয়। পরে পৌর শহরের দরিয়াবাদ কবর স্থানে দাফন শেষে ২৬ বীর ক্যা প্টেন খালিদ হাসানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি সেনাবাহিনীর চৌকস দল মরণোত্তর সালাম প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) আব্দুল ওয়াহাব চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ৭ জুন সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

sarkar furniture Ad
Green House Ad