গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করায় উত্তর কোরিয়ার নিন্দা যুক্তরাষ্ট্রের

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের দাবির ‘কঠোর নিন্দা’ জানিয়েছে। এদিকে এটি উৎক্ষেপণ করায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাডাম হাজের দেওয়া বিবৃতিতে বলা হয়, এই স্যাটেলাইট উৎক্ষেপণে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা সরাসরিভাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংশ্লিষ্ট। এই স্যাটেলাইট উৎক্ষেপণ বিষয়ে জাপান ও দক্ষিণ কোরিয়া সতর্ক বার্তা জারি করে।

হাজ বলেন, এ উৎক্ষেপণ এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার ঝুঁকি বৃদ্ধি করেছে।

sarkar furniture Ad
Green House Ad