ইসলামপুরে সৈয়দুজ্জামান মাস্টারের স্মরণ সভা

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের বাবা মরহুম সৈয়দুজ্জামান মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২৫ মে সন্ধ্যায় সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল লতিফ সরকার, আবু নাছের চৌধুরী চার্লেস, জামাল আব্দুন নাছের বাবুল, মজিবুর রহমান শাহজাহান, ফরিদ উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক লালমিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীরা অংশ নেন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।