শেরপুরে ১৫ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার ২ আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ মাদক মামলার আসামিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ মে বিকালে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২৩ মে রাতে পৌরশহরের বাজার ছিটাপাড়া মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই মহল্লার মৃত রুস্তম আলীর ছেলে ১৫ মাদক মামলার আসামি মেহেদি হাসান মাসুম ওরফে বিগম্যান (৩২) ও একই মহল্লার মৃত লাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ফিরোজ মিয়া (৩৬)।

জানা গেছে, ২৩ মে রাতে নালিতাবাড়ী থানার এসআই শাফায়েত হোসেন, মহর আলী ও এএসআই সোহরাব আলী পৌরশহরের ছিটপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মেহেদি হাসান বিগম্যানকে দুই গ্রাম হেরোইন ও ফিরোজ মিয়াকে ২৫ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, গ্রেপ্তার মেহেদি হাসান মাসুমের বিরুদ্ধে থানায় ১৫টি মাদক মামলা ও অপর আসামি ফিরোজ মিয়ার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করার পর ২৪ মে বিকালে আদালতে পাঠানো হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad