প্রধানমন্ত্রীকে হুমকিদাতা চাঁদের বিরুদ্ধে শেরপুরে রাষ্ট্রদ্রোহীতার মামলা

মামলা দায়েরের পর গণমাধ্যমে বক্তব্য দেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে শেরপুরে মামলা হয়েছে। ২৩ মে দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বাদী হয়ে সি আর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

ছানুয়ার হোসেন ছানু বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতে মামলা দায়ের করলাম।

এ সময় তিনি আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

এ দিন মামলার কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী এ কে এম মোছাদ্দেক ফেরদৌসীসহ অন্য আইনজীবী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গেল ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এক বক্তব্যে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে পুঠিয়ার শিবপুরের একটি মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠাবেন বলে মন্তব্য করেন।

sarkar furniture Ad
Green House Ad