দেওয়ানগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ সকালে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ, বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেওয়ানগঞ্জ পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর, জেলা পরিষদের সদস্য হারুন অর রশীদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রসাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।