গণহত্যা দিবসে জামালপুর জেলা প্রশাসনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানাদার বাহিনী ঘুমন্ত বাঙ্গালী জাতির ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামে পৃথিবীর ইতিহাসে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করে। হত্যা করে লাখো নিরস্ত্র মানুষকে। ২০১৭ সাল থেকে সরকার ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা।
জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন।

সকাল ১০টায় শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারিকুল ফেরদৌস ও এমআই রাসেল।
সভার শুরুতেই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বক্তারা ২৫ মার্চের ভয়াবহ গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের কাছে দাবি জানান। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ১৯৭১ সালে গণহত্যার ইতিহাস তুলে ধরতে ব্যাপক কার্যক্রম পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।