জামালপুরে দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক রুনু খান ও সদস্য সচিব এম এ কামাল শাহিন

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২১ মার্চ রাতে শহরের স্টেশন রোডস্থ জেলা দোকান মালিক সমিতির কার্যালয়ে সমিতির সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী।

ব্যবসায়ী রুনু খানকে আহ্বায়ক ও ব্যবসায়ী এম এ কামাল শাহিনকে সদস্য সচিব করে ৪ মাস মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক-১ দিদারুল আলম কালা, যুগ্ম-আহ্বায়ক-২ মো. জামাল হোসেন, সদস্য রফিকুল ইসলাম, নুরুল ইসলাম নিরল, হারুন অর রশিদ, জুয়েল রানা, নূর মো. সাদি, রোকনুজ্জামান খান ও মো. মাহিন।

সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সাংবাদিকদের জানান, সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এবং সকলের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। পবিত্র রমজান মাসের জন্য কমিটির মেয়াদ ৪ মাস করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad