ইসলামপুরের চরগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চরগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরগোয়ালীনি ইউনিয়ন শাখার উদ্যোগে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বিকালে ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহির উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরভক্ত দুদু মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান লাজু, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী ৩ বছর মেয়াদে ৭ নং ওয়ার্ডে আমিনুর মোল্লাকে সভাপতি, বিপ্লব শেখকে সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ডে আইনদ্দিন শেখকে সভাপতি, দানু শেখকে সাধারণ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ডে শাহ কামালকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

sarkar furniture Ad
Green House Ad