
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জেন্ডার ভিত্তিক সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে জামালপুরে ১৫ মার্চ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক আচরণ পরিবর্তন ও যোগাযোগ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

ইউএনএফপিএ এবং উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন্নাহার, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আবু আব্দুল্লাহ সাফি, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারী ইভা, জামালপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, ইউএনএফপিএ এর প্রতিনিধি রুমানা পারভীন, ইউএনএফপিএ এর মাঠ কর্মকর্তা আতাহার আলী প্রমুখ। কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন ইউএনএফপিএ এর প্রোগ্রাম এসোসিয়েট মো. রুকুনুজ্জামান ও উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের সমন্বয়কারী অপূর্ব চক্রবর্ত্তী।
কর্মশালায় বক্তারা বলেন, জেন্ডার সমতা মানে শুধু আমরা নারীকেন্দ্রিক চেতনা, অধিকার এবং বঞ্চনার কথা বলে থাকি। সমতা আনতে হলে অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয় বিবেচনায় আনতে হবে। নারী শিক্ষা, নারীর কর্মসংস্থানের পাশাপাশি দারিদ্র নিরসন, বেকারত্ব দূর করা, তথ্য প্রযুক্তির অপব্যবহার বন্ধ করা, বাল্যবিয়ে, যৌতুক, বহুবিবাহ, মাদক, জুয়াসহ সমাজের সকল প্রকার অসঙ্গতি, দুর্নীতি প্রতিরোধ করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনে উচ্চকণ্ঠে কেউ আওয়াজ তুলি না। পুরুষরা মানসিক নির্যাতনের শিকার হন বক্তারা এটাও উল্লেখ করেন। উপস্থিত সবাই উন্নয়ন সংঘের চলমান কর্মসূচির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।