বিশেষ প্রতিবেদক: গত ৮ ফেব্রুয়ারি জনৈক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং জামালপুর সদর থানা নানাভাবে চেষ্টা করেও লাশ সনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেন। লাশ হাসপাতালেই সংরক্ষণ করা আছে। স্বজন পাওয়া গেলে হস্তান্তর করা হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, আমরা লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার করেছি। আজ-কালের মধ্যে স্বজনদের সন্ধান না পাওয়া গেলে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে। এরমধ্যে কেউ যদি তাকে চিনতে পারেন অনুগ্রহ করে জামালপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করলে আমরা খুশি হবো।