কাজী শাহনেওয়াজ পেলেন শ্রেষ্ঠ ওসির সম্মাননা

ওসি কাজী শাহনেওয়াজের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: পুলিশ পরিদর্শক কাজী শাহনেওয়াজ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। তিনি জামালপুর সদর থানায় কর্মরত আছেন। ৬ ফেব্রুয়ারি দুপুরে মাসিক ক্রাইম কনফারেন্স শেষে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে কাজী শাহনেওয়াজের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, আমার পুরস্কারের জন্য সম্মানিত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ সকল কর্মকর্তা এবং জামালপুর সদর থানা টিমের প্রিয় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতাও কামনা করেন।

sarkar furniture Ad
Green House Ad