বকশীগঞ্জে সেন্ট আন্দ্রে ব্যাসেট ক্যাথেলিক মিশন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রীর মতবিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সেন্ট আন্দ্রে ব্যাসেট ক্যাথেলিক মিশন শিক্ষা প্রতিষ্ঠানে খ্রিস্টান ধর্মালম্বীদের ফাদার, সিস্টার ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

৪ ফেব্রুয়ারি বিকালে লাউচাপড়া আন্দ্রে ব্যাসেট ক্যাথেলিক মিশন শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী মতবিনিময় সভায় কচিকাঁচা শিক্ষার্থীদের জীবনমান উন্নতির লক্ষ্যে শিক্ষার সকল সুবিধা পেতে সহযোগিতার আশ্বাস দেন।

সেন্ট আন্দ্রে ব্যাসেট ক্যাথেলিক মিশন শিক্ষা প্রতিষ্ঠানে খ্রিস্টান ধর্মালম্বীদের ফাদার, সিস্টার ও শিক্ষার্থীদের সাথে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

ফাদার ডমেনিক সরকারের সভাপতিত্বে ও সিস্টার শোভা দাসের সঞ্চালনায় এসময় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান, অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেছ, ফরিদ উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad