প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে মনসুর স্পোর্টিং চ্যাম্পিয়ন

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের বস্থাপানায় ও মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মনসুর স্পোর্টিং ক্লাব। ৩ ফেব্রুয়ারি বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মনসুর স্পোর্টিং ক্লাব ৩০-১৫ গোলে পূর্বাচল পরিষদকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-০৭ গোলে এগিয়ে ছিলো।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে লিগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও লিগ কামিটির সম্পাদক এস এম খালেকুজ্জামান স্বপনসহ ফেডারেশনের অন্যান্যরা।

টুর্নামেন্টের সেরা সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনসুর স্পোর্টিং ক্লাবের মো. সোহেল রানা।

sarkar furniture Ad
Green House Ad