ইসলামপুরে শিশু সমাবেশ ও কম্বল বিতরণ
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সমাবেশ ও কম্বল বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরী অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার আয়োজনে ১০ জানুয়ারি গংগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার সদর, বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন এলাকার নিবন্ধিত ও সুবিধাবঞ্চিত ২ হাজার ৩০০ শিশুদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল শিশুদের হাতে কম্বল তুলে দেন।
সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, ওয়াল্ড ভিশন এপি ম্যানেজার সজল গোমেন, পারি’র ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিনসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।