৩০০ মুক্তিযোদ্ধা পেলেন এন এফ এফ ফাউন্ডেশনের কম্বল
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরে ৩০০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেছে মুক্তিযোদ্ধাদের সংগঠন ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন জামালপুর জেলা ইউনিট। ৭ জানুয়ারি দুপুরে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের একটি করে কম্বল দেওয়া হয়।
ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন জামালপুর জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক। বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও সহ-সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামান।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।