আইপিএলের নিলামে প্রথম দফায় অবিক্রিত সাকিব-লিটন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৬তম আসরের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাস।

দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছিলেন সাকিব। সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি কোন দলই। ৫০ লাখের ক্যাটাগরিতে থাকা লিটনকেও নেয়নি কোন দল।

সর্বশেষ আসরের নিলামেও বিক্রি হননি বাংলদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিলো তার। এবার ৫০ লাখ রুপি ভিত্তিমূল্য কমিয়েও দল পাননি সাকিব। ২০২১ সালে সর্বশেষ কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব।

কোচিতে অনুষ্ঠিত নিলামের শেষ দিকে আবারও ডাকা হতে পারে অবিক্রিত খেলোয়াড়দের।

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বেন স্টোকসকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

sarkar furniture Ad
Green House Ad