বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রাশিয়ার কাছে কখনই আত্মসমর্পণ করবে না।
জেলেনস্কি বুধবার রাতে মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে দেয়া প্রায় এক ঘন্টাব্যাপী ভাষণে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ইউক্রেন তার অখন্ডতা ধরে রেখেছে এবং কখনই আত্মসমর্পণ করবে না।
তিনি বলেন, আমরা জিতব। কারণ আমরা ঐক্যবদ্ধ।
কংগ্রেসে ভাষণ দেয়ার আগে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জেলেনস্কির সঙ্গে দেখা করেন। এছাড়া, তিনি যখন মঞ্চে উঠেন তখন মার্কিন আইনপ্রণেতারা চেয়ার ছেড়ে নেমে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
রশিয়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালানোর পর এ প্রথম জেলেনস্কি বিদেশ সফরে এলেন।