বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আত্মনির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটি (এসএনএসআরসি) প্রকল্পের আওতায় জামালপুরে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, সেক্রেটারি মাসুম রেজা রহিম, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসাইন, মাদারগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার, এসএনএসআরসি প্রকল্পের পরিচালক মো. হাবিব আহাম্মেদ, সুইডিশ রেডক্রস এর প্রতিনিধি আমিনুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহাম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এম মিজানুর রহমান, ডিআরআর কো-অর্ডিনেটর আকবর আলী, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার প্রমুখ।
বক্তারা বলেন, জামালপুর জেলা বন্যা কবলিত এলাকা। প্রতি বছর জামালপুর জেলা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত এলাকাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বক্ষণ সবধরনের সহযোগিতা করে থাকে। দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্ত লোকদের পাশে থাকা সহ সবধরনের সহযোগিতা করে থাকে।
বক্তারা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাস্তবায়নে ও সুইডিশ রেডক্রস এর সহযোগিতায় আগামী ৩ বছর মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৪টি ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলেও জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন বিডিআরসিএস এর উপ-পরিচালক মো. হায়দার আলী।
জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ অংশ নেন।