নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। জামালপুর দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিকের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সম্মিলিত সামাজিক আন্দোলন-জেলা শাখার উপদেষ্টা আমির উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি এলকে পন্ডিত, যুগ্ম-সম্পাদক সুব্রত তালুকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আইনজীবী নজরুল ইসলাম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, আইনজীবী শামীম আরা, আশকের কাউছার, হিজড়া উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, এইচআরডি আরজু আহম্মেদ, সনাক সভাপতি অজয় পাল প্রমুখ।
মানববন্ধনে জামালপুরে কর্মরত কমপক্ষে ১২টি সংগঠনের দুইশতাধিক প্রতিনিধি অংশ নেন। দিনব্যাপী মানবাধিকার সংগঠনগুলো উৎসবমুখ পরিবেশে নানা কর্মসূচি পালন করে।