দেওয়ানগঞ্জে বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি-জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ৯ ডিসেম্বর বিকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
আফজালুল মজিব শামন, আশাদুজ্জামান আললেম ও ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার নেত্বত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তারাটিয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে তারারাটিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারাটিয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভার. সভাপতি আফজালুল মুজিব শামনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লেমান মো. আশাদুজ্জামান আল লেমন, ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জে কে, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য আক্রাম হোসেন সেলিম, সাবেক সহ-সভাপতি প্রভাষক নূরনবী, আব্দুল মমিন লাল মিয়া, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নূর হোসেন মিয়াজি, কৃষকলীগের সভাপতি জাবেদ আলী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ছাত্রলীগ নেতা আক্কাছ আলী প্রমুখ।