লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় সামনে সড়কে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু.তানভীর হাসান রুমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, ওসি মাজেদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স, সদস্য সাংবাদিক ওসমান হারুনী, এনজিও প্রগ্রেস ম্যানেজার আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরাসহ শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।