মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: নানা আয়োজনের মধ্যদিয়ে জামালপুরের মেলান্দহ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের নিয়ে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা করে উপজেলা প্রশাসন। শোভাযাত্রাটি মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।
মুখ্য আলোচকের বক্তব্য রাখেন, মেলান্দহে হানাদার মুক্ত দিবসে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সৈয়দ হারুন অর রশীদ, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সুজায়েত আলী, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা কিসমত পাশা প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম।
এসময় বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।