বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানালেন মুহাম্মদ বাকী বিল্লাহ ও বিজন কুমার চন্দ

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবগঠিত কমিটির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে ২৯ নভেম্বর বিকেলে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এর আগে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।

এ সময় পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

sarkar furniture Ad
Green House Ad