দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ, সম্পাদক শাহজাহান
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত করে সভাপতি পদে আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে শাহজাহান আকন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জামালপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক ২৮ নভেম্বর দুপুর ১.৫৭ মিনিটে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
পূর্বের কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভার.) পদে আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করেন।