বকশীগঞ্জে বিভিন্ন দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুটি জাতীয় দিবস ও একটি ঐতিহাসিক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ২৪ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় ও ৪ ডিসেম্বর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয়প্রকাশ নন্দী, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, বকশীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসগুলো উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।