ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি আনুষ্ঠানিক নতুন শাখার উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে প্রত্যন্ত এলাকায় ব্যাংক স্থাপন করছে। এই ব্যাংক সকলের তাই ইসলামী ব্যাংকের প্রতি সরকার সেই সদিচ্ছা দেখিয়েছে, তা আপনারাও দেখাবেন।
২৪ নভেম্বর ইসলামপুর বাজারের সুখবাড়ী দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক ৩৯৪তম শাখা আনুষ্ঠিত উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মাওলা এতে সভাপতিত্ব করেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আ. সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাছের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান, পৌর মেয়র আ. কাদের শেখ, বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, আল হাফিজ ট্রেডার্সের স্বত্বাধিকারী আহম্মেদুল কবির মিনু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।