জামালপুর জেলা যুব ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা যুব ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন ১৯ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ খান মানিক, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের প্রেসিডিয়াম সদস্য সন্তোষ কুমার রাজভর, যুব ইউনিয়নের ঢাকা মহানগর শাখার মেহেদি হাসান মিঠু, যুব ইউনিয়ন জামালপুর জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মাহাবুব জামান জুয়েল, সহ-সভাপতি আবু সাঈদ রিফাত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সম্মেলন সঞ্চালনা করেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে মাহাবুব জামান জুয়েলকে সভাপতি ও মাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রথম অধিবেশনে গান পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জামালপুর জেলা সংসদ।