আসিয়ান নেতারা পূর্ব তিমুরকে সদস্য হিসেবে স্বীকৃতি দিতে সম্মত
বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা ১০-জাতির আসিয়ান আঞ্চলিক ব্লকে পূর্ব তিমুরকে যোগদানের সম্মত হয়েছে। স্বাগতিক কম্বোডিয়ায় আয়োজিত এক শীর্ষ সম্মেলনের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর অ্যাসোসিয়েশনের নেতারা পূর্ব তিমুরকে আসিয়ানের ১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দিতে নীতিগতভাবে সম্মত হয়েছি।’