মতবিনিময় সভা করলেন জামালপুর সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবুল হোসেন
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আবুল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ, আফজাল হোসেন বিদ্যুৎ, আবুল কাশেম খোকা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী খান, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভা শেষে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রার্থীতা ফরম সংগ্রহ করেন।