জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ১ নভেম্বর বেলা ১১টায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার র্কাযালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, স্থানীয় এমপির প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আগা সাইয়ুম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও যুব-যুবতী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৭ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৪ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক দেওয়া হয়।