কূটনৈতিকভাবে ইউক্রেন সমস্যার সমাধান হবে বলে আশা চীনের
বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেন সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হবে বলে আশা করছে চীন। খবর তাস’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই ২৭ অক্টোবর রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথে ফোনালাপে এ কথা বলেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ২৮ অক্টোবর এক ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, চীন আশা করে যে সবপক্ষই সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য তাদের প্রচেষ্টা জোরদার করবে এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক স্তরে বর্তমান সংকটের দ্রুত সমাধান অর্জন করবে।
উভয় কূটনীতিক সংঘাত কমিয়ে আনা এবং মানবিক বিপর্যয় এড়াতে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার প্রতিরোধের বিষয়ে সম্মত হন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শরু করে যা এখনও চলমান রয়েছে।