ইসলামপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক আটক
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ মামলার প্রধান আসামি প্রেমিককে আটক করেছে র্যাব-১৪। ২৩ অক্টোবর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মহলগিরি বাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাবের প্রেস বিফ্রিংয়ে জানা যায়, উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর গ্রামের মৃত চান মলের ছেলে মো. ইসলাম (২৫) দীর্ঘদিন থেকে মোবাইলের মাধ্যমে কথাবার্তায় ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং বিভিন্ন সময়ে দেখা সাক্ষাত হয়। গত ২০ মে রাতে ভিকটিম নিজঘরে ঘুমিয়ে পড়লে মো. ইসলাম কৌশলে ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর থেকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করায় ভিকটিম অভিযোগ দায়ের করেন। পরে র্যাব ২৩ অক্টোবর বিকালে বিকালে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করে।
আটক করা আসামিকে ইসলামপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।