জামালপুরে উদযাপিত হচ্ছে সাহিত্যমেলা
মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম॥ বাংলা একাডেমি জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে জামালপুরে দুই দিনব্যাপী সাহিত্যমেলা শুরু হয়েছে। ১৯ অক্টোবর সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সাহিত্যমেলার উদ্বোধন করেন সাবেক মুখ্য সচিব ও এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১, এর মহাসচিব সাংবাদিক, লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ২টায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচিত প্রবন্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, বিকেলে ৪টায় কবিতা পরিষদ জামালপুরের উপদেষ্টা কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।
২০ অক্টোবর দিনব্যাপী রয়েছে কবিতাপাঠের আসর, প্রয়াত কবিদের স্মরণসভা এবং সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা জেলা থেকে নবীন-প্রবীণ লেখক, কবি ও সাহিত্যিকবৃন্দ এ সাহিত্য মেলায় অংশ নেন।