জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা জাতীয় পার্টির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৮ অক্টোবর বিকালে বকশীগঞ্জ উত্তর বাজার এলাকায় নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে সাবেক মন্ত্রী এমএ সাত্তার, বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জয়নাল আবেদিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ ছামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আকরামুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মেরুরচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদুল হামিদ, নিলাখিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান হবি, বাট্টাজোড় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোল, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি খোকন আকন্দ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ উপজেলা , ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।