জামালপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত
মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি শাহাদাতুল আমিন সরলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ আহাম্মেদ রিয়াদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফারুক আহাম্মেদ চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য রেজাউল করিম রেজনু, জাকির হোসেন রুকু, বিজন কুমার চন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী প্রমুখ।
পরে অতিথিবৃন্দ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন।