জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় ৫-১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১১ অক্টোবর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় বাট্টাজোড় ইউনিয়নের খামারিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এমকেএইচ মুনিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নেই টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে। এই কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।