দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর দুপুরে উপজেলার তারাটিয়া ভূমি অফিস মাঠে পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ পাল, জাকির হোসেন রুকু, রেজাউল করিম মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া (জেকে) উপস্থিত ছিলেন।
আলোচনা সভা চলার সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার সমর্থক ও ইউপি সদস্য।