জামালপুরে পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের জামালপুর পৌর শাখার নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ পরিচিত সভার আয়োজন করেন জামালপুর পৌর মৎস্যজীবী লীগ।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক মো. ফজলুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার জাহিদ আহম্মেদ সুমনের সঞ্চালনায় পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, কাউন্সিলর বিজু আহাম্মেদ, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মামুন অর রশিদ স্বপন, সদস্য সচিব জাবের আলী সরকার, যুগ্ম-আহ্বায়ক মাহদিন হাসান দীপ, আব্দুল আলিম প্রমুখ।
বক্তারা জামালপুর পৌর মৎস্যজীবী লীগের নব-গঠিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানান। সেই সাথে জামালপুর জেলায় মা-ইলিশ বন্ধে অসহায় জেলেদের মাঝে যে বরাদ্দ দেওয়ার কথা রয়েছে, তা যেন জামালপুর সদর উপজেলার জেলেদের মাঝেও বরাদ্দ দেওয়া আহ্বান জানান বক্তারা। পরে নব-গঠিত কমিটির সকল নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন নেতৃবৃন্দ।