মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
৬ অক্টোবর বেলা ১১টায় মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার বীরমুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মো. রফিকুল হক, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুনুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ।