দেওয়ানগঞ্জে কালি মন্দিরে এমপির মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেন্দ্রীয় কালি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের মতবিনিময় ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় কালি মন্দিরে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

মন্দিরের সভাপতি জিতেন্দ মোহন চন্দ্রের সভাপতিত্বে ও মদন মোহন ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্রধর, পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, বিশিষ্ট ব্যাবসায়ী ও দুর্গা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক বাবু শ্যামল চন্দ্র সাহা।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

sarkar furniture Ad
Green House Ad