বকশীগঞ্জে ১৩টি পূজামণ্ডপে উপজেলা চেয়ারম্যানের আর্থিক অনুদান বিতরণ

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য ১৩টি পূজামণ্ডপে ২৯ সেপ্টেম্বর দুপুরে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপের জন্য ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করেন।
বকশীগঞ্জ ইউএনওর কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর সাহা ও সাধারণ সম্পাদক অনুপ কুমার সেনের হাতে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু উপস্থিত ছিলেন।