প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে ইসলামপুরে আনন্দ শোভাযাত্রা

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড়স্থ ডাকবাংলো মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেছের সভাপতিত্বে এতে টেলিকনফরেন্সে বক্তব্য রাখের উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

অন্যানের মধ্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি আবু নাছের বাবুল, শাহাদত হোসেন স্বাধীন, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, যুগ্ম-সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মোর্শেদুর রহমান খান মাসুম, উপ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, পৌর আওয়ামী ললীগের সভাপতি অংকন কর্মকার, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান লাজু, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথী, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে কেক কেটে ৭৬তম জন্মদিন উদযাপন করেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের সকল সংগঠনের নেতৃবৃন্দ।