ইসলামপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীন হাসান রুমান এতে সভাপতিত্ব করেন।

এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান, পলবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল, উপজেলা চর জীবিকায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও এনজিওকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।