
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ৩১ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ব্র্যাক।
২৭ সেপ্টেম্বর দুপুরে দেওয়ানঞ্জ পৌর শহরের দক্ষিণ চিকাজানি এলাকায় বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

জানা গেছে, এইচবিসি বাংলাদেশ এর অর্থায়নে ও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ৩১ জন দরিদ্র নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েল, ব্র্যাক এসডিপি জেলা ব্যবস্থাপক আজমল হোসেন, এসডিপি ব্র্যাক এরিয়া ম্যানেজার মফিজ উদ্দিন, ব্র্যাক বিডিসি মনিরুজ্জামান খাঁন, প্রোগ্রাম আর্গানাইজার বিডিপি নকশা প্রকল্পের বাবুল মিয়া প্রমুখ।