পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরে ইসলামপুর উপজেলার পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। নির্বাচনে বিভিন্ন পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোগল শেখ, আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি পদে কবিতা খাতুন, মোহাম্মদ আলী ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইফুল ইসলাম বিজয়ী হন। এছাড়াও এবতেদায়ি শাখায় আলতাফুর রহমান ও সংরক্ষিত অভিবাবক সদস্য পদে মোছা. সেলিনা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।

পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন। ছবি: বাংলারচিঠিডটকম

পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার ছামিউল হক জানান, অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৪৪১ জন। এতে ৩৪২ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন। এবতেদায়ি শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৬৯ জন অভিভাবকের ভোট প্রয়োগের প্রয়োজন হয়নি।

নির্বাচনে প্রিজাইডিং কর্মাকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুন অর রশিদ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডলসহ শিক্ষক, অন্যান্য নেতৃবৃন্দ ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad