তথ্যমন্ত্রীর দুই সমন্বয় সভা : নির্বাচনী উপজেলায় ভার্চুয়ালি ও মন্ত্রণালয়ে সরাসরি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ২৬ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মাসিক সমন্বয় সভায় ভার্চুয়াল উপায়ে সভাপতিত্ব করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আতাউল গনি ওসমানীর পরিচালনায় সভায় স্থানীয় সকল বিভাগের কর্মকর্তারা তাদের কর্মবিবরণ, পরিকল্পনা ও যেখানে প্রতিবন্ধকতা রয়েছে- সেগুলো তুলে ধরেন।

মন্ত্রী তার দেওয়া নানাবিধ নির্দেশনার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার বিষয়টি বাস্তবায়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে পরিকল্পনা দাখিল ও পূর্ণ উদ্যমে কাজের নির্দেশ দেন।

এদিন বিকেলে মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। সচিব মো. মকবুল হোসেনের পরিচালনায় মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

sarkar furniture Ad
Green House Ad